kalerkantho


সরকারের মধ্যে অগণতান্ত্রিক আচরণ চলছে : আমীর খসরু

কালের কণ্ঠ অনলাইন   

১০ নভেম্বর, ২০১৭ ১৭:৩১সরকারের মধ্যে অগণতান্ত্রিক আচরণ চলছে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের মধ্যে অগণতান্ত্রিক আচরণ চলছে। যারা আওয়ামী লীগকে এ অবস্থায় নিয়ে এসেছে তাদের আসল রূপ আস্তে আস্তে বেরিয়ে আসছে। যদি নিরপেক্ষ নির্বাচনের কোনো বার্তা দিতে হয়, তা হলে সরকারকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কাজ করতে হবে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক শোকসভায় তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের স্মরণে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন প্রমুখ।মন্তব্য