kalerkantho


৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

কালের কণ্ঠ অনলাইন   

৩ নভেম্বর, ২০১৭ ১৭:১৯৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে বিএনপি আগামী ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আজ শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলন এসব কথা জানান রিজভী।

ঘটনাবহুল ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। গত বছরও দিনটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত সেই সমাবেশের অনুমতি মেলেনি।

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এবার বিএনপি চেয়ারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে রিজভী বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) থাকবেন কিনা এটা পরে জানানো হবে।মন্তব্য