kalerkantho


'আলোচনার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যেতে চাই'

কালের কণ্ঠ অনলাইন   

২ নভেম্বর, ২০১৭ ১৯:০০'আলোচনার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যেতে চাই'

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ অতীতেও সমঝোতা করতে চায়নি। তারপরও সমঝোতা করেছে। সমঝোতার ইতিহাস এ দেশে আছে। আমরা সমঝোতার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যেতে চাই। যার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়।

আজ বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি ব‌লেন, আমরা বারবার ব‌লে‌ছি আমরা সংঘাত চাই না। আমরা বারবার ব‌লে‌ছি, বিএন‌পি ক্ষমতায় যা‌বে এজন্য নয়, জনগ‌ণের কল্যা‌ণের কথা চিন্তা ক‌রে সুষ্ঠু নির্বাচন দিন। তারা জা‌নে যে, অবাধ সুষ্ঠু নির‌পেক্ষ নির্বাচন হ‌লে তারা ক্ষমতায় যে‌তে পার‌বে না, সে জন্য তারা সম‌ঝোতায় আস‌তে চাই‌ছে না.

বিএনপির মহাসচিব বলেন, সংলাপের প্রয়োজন নেই বলাতেই প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তা তারা চায় না। যদি চাইতো তাহলে তারা অবিলম্বে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসতো। সমাধানের পথ বের করতে পারতো।

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, যুগ্ম মহাসচিব হা‌বিব উন নবী খান সো‌হেল, মজিবুর রহমান সারোয়ার প্রমুখ।মন্তব্য