kalerkantho


'আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হয়েছে'

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মে, ২০১৭ ২০:৫৫'আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হয়েছে'

ফাইল ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সম্মুখ দল হলেও সেই আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে ও মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সম্মেলনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে’।

বিএনপি নির্বাচনের পক্ষে জানিয়ে তিনি আরও বলেন, ‘সহায়ক সরকারের নেতৃত্বে আগামী নির্বাচন হবে, দলীয় সরকারের নেতৃত্বে নয়’।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য