kalerkantho


বিএনপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত : মওদুদ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মে, ২০১৭ ১৬:০৩বিএনপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত : মওদুদ

ফাইল ফটো

‘বিএনপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘পরাজয়ের আশঙ্কায় সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পায়। আগামীতে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয়, যেখানে একদলীয় নির্বাচন হবে না, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন- ২০৩০, আগামী দিনে রাজনীতি আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন।

‘বিএনপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত’ উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচনে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এ জন্য আমরা বলেছি, সরকার সহায়কের (এটা যেকোনো নামেই হতে পারে) কথা। যাদের কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না।’


মন্তব্য