kalerkantho


বিদায়ী ইসির বাঁশিতেই ফুঁ দিয়ে যাচ্ছেন বর্তমান ইসি: রিজভী

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ১৯:৩৮বিদায়ী ইসির বাঁশিতেই ফুঁ দিয়ে যাচ্ছেন বর্তমান ইসি: রিজভী

বর্তমান নির্বাচন কমিশনের সদস্যরা কমিশনের সদ্য বিদায়ী সদস্যদের পথ ধরেই অগ্রসর হচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, দিন যতো যাচ্ছে ততই বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের দলীয় চেহারাটা ফুটে উঠছে। কাজী রকিবউদ্দিনের কমিশন নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে যেভাবে আওয়ামী প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া ছিলেন এবং তারা যে সমস্ত অনাচারমূলক পন্থা অবলম্বন করতেন ঠিক সেভাবেই বর্তমান কমিশনও সেটাই অনুসরণ করে চলছেন। এতসব ঘটনার পরেও বর্তমান সিইসি সেই কাজী রকিবউদ্দিনের বাঁশিতেই ফুঁ দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, 'দেশবাসী মনে করছে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার লাইসেন্স নিয়েই এগিয়ে যাচ্ছেন বর্তমান সিইসি। নিরপেক্ষতার ন্যূনতম খোলসটুকুও সিইসি'র মধ্যে নেই। একটি প্রবাদ আছে, কয়লার কালি যায়না ধুলেও, স্বভাব যায়না ম'লেও। আওয়ামী ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের মনোনীত কমিশনের জন্য এই প্রবাদটি লাগসই।'

বিএনপির এই নেতা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপি ঘোষিত দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে দেশের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। রাজশাহী জেলা, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশী হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী আহত ও গ্রেপ্তার হয়।

রিজভী বলেন, 'আমি বিএনপির পক্ষ থেকে এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশী ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।'মন্তব্য