kalerkantho


জাপাও জোট গড়ার জন্য আলোচনা শুরু করেছে : এরশাদ

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৩০জাপাও জোট গড়ার জন্য আলোচনা শুরু করেছে : এরশাদ

আওয়ামী লীগ, বিএনপির মতো জাতীয় পার্টিও (জাপা) একটি জোট গড়ার জন্য আলাপ-আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি আরো জানান, সেই জোটের ভিত্তিতেই তিনি আগামীতে নির্বাচনে অংশ নেবেন।

আজ সোমবার সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ তিন দিনের সফরে রংপুর এসেছেন। পরে দুপুরে পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জোট গঠনের বিষয়ে এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ একভাবে নির্বাচন করবে, বিএনপি একভাবে নির্বাচন করবে আর আমি একভাবে নির্বাচন করব। আমার সঙ্গে যদি কয়েকটি দল আসে তাতে ক্ষতি তো কিছু নেই। ২০ দল, ১৪ দল আছে, আমারও এ রকম একটা জোট হবে। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি এখনো কোনো ঘোষণা দেইনি। যাদের যোগ্য মনে করব, তাদেরকে সঙ্গে নেব।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসতে বাধ্য। নির্বাচন না করলে  নিবন্ধন বাতিল হয়ে যাবে, দল হিসেবে থাকবে না। যত কথাই তারা বলুক, নির্বাচনে আসতে তারা বাধ্য।’  

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ করবেন এরশাদ।মন্তব্য