kalerkantho


কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগকে রওশনের শুভেচ্ছা

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১৬:৩৭কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগকে রওশনের শুভেচ্ছা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলনের সাফল্য কামনা করে দলটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় আইপিইউয়ের ১৩৫তম অ্যাসেম্বলিতে অংশ নিতে সুইজারল্যান্ড যাওয়ার আগে আজ শনিবার সকাল ১০টায় বিমানবন্দরে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিযয়েছেন।

আজ সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ শেষে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষ হয়েছে। এ ছাড়াও এ অধিবেশনে দলের নেতৃবৃন্দের বিদেশি অতিথিরা বক্তব্য দেন।


মন্তব্য