kalerkantho


সম্মেলনে ১২টি দেশের ৫৫ জন অতিথি আসছেন

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৬ ২০:৪১সম্মেলনে ১২টি দেশের ৫৫ জন অতিথি আসছেন

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ১২টি দেশের ৫৫ জন অতিথি যোগ দিচ্ছেন।
আজ বৃহষ্পতিবার সন্ধ্যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্দ্যানে সম্মেলনে উপলক্ষে নির্মিত অস্থায়ী কার্যালয়ে অভ্যার্থনা কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব ডা. দীপু মনি এ কথা জানান।
তিনি বলেন, ‘এপর্যন্ত ১২টি দেশের ৫৫জন বিভিন্ন পর্যায়ের নেতা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের বিষয় আমাদের নিশ্চিত করেছেন। তবে এই অতিথির সংখ্যা আরও বাড়বে। ইতোমধ্য ২ জন অতিথি বাংলাদেশে এসে পৌঁছেছেন।’
এ সময়ে অভ্যার্থনা কমিটির আহবায়ক ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান উপস্থিত ছিলেন।


মন্তব্য