kalerkantho


গণমাধ্যমের যে অধিকার আছে, এনজিওর সেটা নেই : সুরঞ্জিত

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৬ ১৮:৫৪গণমাধ্যমের যে অধিকার আছে, এনজিওর সেটা নেই : সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস‌্য ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গণমাধ্যমের যে অধিকার আছে, এনজিওর সেটা নেই। ফ্রিডম অব এক্সপ্রেশন নাগরিকের জন্য। এনজিও এখানে অনেক ইনফিরিওয়র।

আজ মঙ্গলবার সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সুরঞ্জিত বলেন, একটা সার্বভৌম সংসদকে তো কোনো ফরেন বডি গালি দিতে পারে না। তাহলে সার্বভৌমত্ব থাকে না। পৃথিবীর কোথাও এটা নেই। কাজ করতে হলে এই আইনের অধীনে করতে হবে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এনজিও সাধারণ আইনের দ্বারা জন্ম নিয়েছে। কিন্তু গণমাধ্যমকে সংবিধানের অধীনে একটা আইনের মাধ্যমে স্বাধীনতা দেওয়া হয়েছে।


মন্তব্য