kalerkantho


জামায়াতের নতুন আমির মকবুল আহমাদ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ২১:০৩জামায়াতের নতুন আমির মকবুল আহমাদ

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির পাঁচ মাস পর ছয় বছর ধরে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালনকারী মকবুল আহমাদকেই নতুন আমির হিসেবে বেছে নিয়েছে জামায়াতে ইসলামী।
আজ সোমবার দলটির প‌্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সকাল ১০টা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সামনে নির্বাচিত আমির হিসেবে মকবুল আহমাদ শপথ গ্রহণ করেছেন। তাকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাসুম।
সংগঠনের রুকনরা গোপন ভোটে তিন বছরের (২০১৭-১৮-১৯) জন্য মকবুলকে আমির নির্বাচিত করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
২০১০ সালের ২৯ জুন দলের নিজামী গ্রেপ্তার হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জ‌্যেষ্ঠ নায়েবে আমির মকবুল।


মন্তব্য