kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শনিবার

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ১৭:১৪



আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শনিবার

আওয়ামী লীগের জাতীয় কমিটির এক সভা আগামী শনিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।  
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।  
এদিকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের এক সভা আগামী ১৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।  
এছাড়াও আগামী ১৯ অক্টোবর বিকেল ৫ টায় গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি দেশরতœ শেখ হাসিনা এমপি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উক্ত সভাগুলোতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।


মন্তব্য