চীনের সঙ্গে চুক্তি করার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন, বাংলাদেশের তুলনায় অন্য যেকোনো দেশ তাদের স্বার্থটা বেশি বোঝে। পারস্পরিক স্বার্থ যাতে রক্ষা পায়, সেভাবে চুক্তি করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফর প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্যের লাভের জন্য যেন আমার ঘাড়ে চাপ না পড়ে।
কী চুক্তি হতে যাচ্ছে, তা নিয়ে পুরোপুরি অন্ধকারে আছেন জানিয়ে তিনি বলেন, আমরা প্রত্যাশা করব ভালো কিছু হবে।
গয়েশ্বর বলেন, মেগা প্রজেক্ট মানে মেগা বরকত। এর সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকবেন, তাদের বরকত বাড়বে। জনগণের বরকত কী হবে, তা জানি না। হয়তো একদিন আমাদের ঋণের বোঝা বাড়বে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের