kalerkantho


মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১৩:২৩মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদের ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর বিএনপি। আজ শনিবার সকালে নয়াপল্টন ভাসানী ভবনে মহানগর বিএনপির যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন।  

কর্মসূচির মধ্যে রয়েছে, ২ অক্টোবর মহানগরীর সব থানায় থানায় বিক্ষোভ মিছিল এবং ৩ অক্টোবর সমাবেশ। মির্জা আব্বাস বলেন, নিষ্ঠুরতা ও পৈশাচিকতা এমন পর্যায়ে চলে গেছে যে, দলীয় নেতাকর্মীদের বাসা থেকে ধরে নিয়ে আসা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে, কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না।

সব নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস আরও বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, আবদুস সালাম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


মন্তব্য