kalerkantho


আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির সভা কাল

কালের কণ্ঠ অনলাইন   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৪আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির সভা কাল

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি’র রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ বলা হয়, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ নাসিম সভায় সভাপতিত্ব করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ডা. দীপু মণি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।


মন্তব্য