kalerkantho


টঙ্গিতে বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় সিপিবির শোক

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৯টঙ্গিতে বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় সিপিবির শোক

টঙ্গিতে কারখানার বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শোক প্রকাশ করেছে।
পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আজ এক বিবৃতিতে এ বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড ও ভবন ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
দুর্ঘটনার পরপরই সিপিবির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রতিনিধি দলের সদস্যরা আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মন্টু ঘোষ, কাজী রুহুল আমিন, জলি তালুকদার ও সাদেকুর রহমান শামীম।


মন্তব্য