kalerkantho


খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা : নয়াপল্টনে বিক্ষোভ

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০১৬ ১৮:১১খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা : নয়াপল্টনে বিক্ষোভ

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় এ কর্মসূচি পালন করেন তারা। তবে এ সময় নয়াপল্টন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। এদিকে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির নব মনোনীত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এসময় বিক্ষোভের কারণে নয়াপল্টন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


মন্তব্য