kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


ফিজির সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের আট কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৬ ১৬:২৮ফিজির সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের আট কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

ফিজিতে ভয়াবহ সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের এক মিলিয়ন ডলার (প্রায় ৮ কোটি টাকা) নগদ অর্থ সহায়তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই কথা।


গত ২০ ফেব্রুয়ারি এক প্রলয়ঙ্করী সাইক্লোনে ফিজিতে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দেয়। প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটিতে এই দুর্যোগে কমপক্ষে ৪২ জন নিহত হয়। দেশটির প্রায় ৪০ শতাংশ ব্যাপকভাবে এই সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছিলেন।


মন্তব্য