kalerkantho


ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির কাউন্সিল

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৬ ১২:৩৫ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির কাউন্সিল

বিএনপির আসন্ন ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের জন্য রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের ওখানে আমরা (বিএনপি) কাউন্সিল করতে পারব। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন ছাড়াও এর সামনের প্রাঙ্গণ, পূর্ব দিকের সামনের সড়ক, সেমিনার হল, পেছনের মাঠ অর্থাৎ নতুন ভবনের সামনের মাঠও বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ করা সামনের পূর্বদিকের প্রাঙ্গণে মঞ্চ নির্মাণ করা হবে। আজ বৃহস্পতিবার বিএনপির প্রতিনিধিদলের ডেকোরেটর, লোকবলসহ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ওই প্রাঙ্গণে যাওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল কবির শাহীন, তায়েফুল ইসলাম টিপু প্রমুখ। প্রসঙ্গত, ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।


মন্তব্য