kalerkantho


ফ্যাশন

ফ্রক-পাঞ্জাবি

ঈদ উৎসবে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে শিশুদের। ওদের পোশাকও কিনতে হয় সবার আগে। এ সময়ের কয়েক ধরনের ট্রেন্ডি শিশু পোশাকের খবর রইল

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ফ্রক-পাঞ্জাবি

 

 

 

 

 

এক

 

কালো নেটের সঙ্গে গোলাপি সাটিনের লেয়ারড কম্বিনেশন ম্যাগি হাতার ফ্রক। ফ্রকের কালো মখমলের টপে গোলাপি ফ্লাওয়ার ব্রোচ জুড়ে দিয়ে উৎসবের আমেজ ও নতুনত্ব আনা হয়েছে। সঙ্গে সাটিনের স্টাইলিশ বেল্ট আর পাইপিন আলাদা করেছে ফ্রকটিকে। পায়ে ম্যাচিং কালো বেবি বেল্ট শু।

 

 

 

 

 

 

দুই

♦          লেয়ার কাটের গোলাপি স্লিভলেস ফ্রকে একই রঙের ডট প্রিন্ট। সামনে-পেছনে কুঁচির বাহারি নকশা।

♦          ছাইরঙা সুতি ফ্রকে ফ্লোরাল মোটিফ নকশা। স্ট্রেট কাটের ফ্রকে সামনে আলাদা করে কাপড়ের বো বসানো। গোল গলা আর হাতা স্লিভলেস।

♦          ট্রেন্ডি ওয়েভিং ডট প্রিন্টের স্ট্রেট কাটের হালকা বাদামি ও আকাশি পাঞ্জাবি। হাতার কাফে বিপরীত কন্ট্রাস্ট কাপড় লাগানো। আকাশি আর বাদামি পাঞ্জাবির সঙ্গে রেগুলার ডেনিম প্যান্ট।

 

 

 

 

তিন

 

♦         কমলা জর্জেটের ফ্লোরাল মোটিফের ফ্লোর টাচ গাউন। ঝুলের শেষ প্রান্তে লেসের বর্ডার। গাউনের ওপরে ফ্লোরাল প্রিন্টের সঙ্গে এমব্রয়ডারি নকশার ফিউশন করা। সঙ্গে জরির এমব্রয়ডারি বেল্ট।

♦         বরফি টেক্সচার বুননে মেরুন স্লিমফিট শর্ট পাঞ্জাবি। ছিমছাম কাটিং প্যাটার্ন আর উজ্জ্বল রং—দুইয়ে মিলে উৎসবের আমেজ। কলার আর বাটনলাইনে জরির লেস বসানো। সঙ্গে স্ট্রেট কাট সাদা পাজামা।

 

 

 

পোশাক : সেইলর ও ক্যাটস আই


মন্তব্য