kalerkantho

ফ্যাশন

কাতান

শাড়ির ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে মিশে আছে কাতান। সময় বদলের সঙ্গে সঙ্গে কাতানের নকশা, বুনন আর রঙে এসেছে নানা পরিবর্তন। এ সময়ের জনপ্রিয় পাঁচ কাতানের বর্ণনা রইল

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কাতান

 

 

ফুলকলি

 

ফিরোজা কাতান শাড়িতে রুপালি জরির পাড়। নকশা করা হয়েছে ঐতিহ্যবাহী ফুলকলি মোটিফে। শাড়ির পাড়ে ভরাট নকশার মধ্যে ছোট ছোট পার্পল বুটি। জমিনজুড়ে ছড়িয়ে থাকা সিঙ্গল ফুলকলি নকশা। আঁচলে ম্যাট ফিনিশিং রুপালি জরির বটপাতার  মোটিফের মধ্যে ম্যাজেন্টা বুটি নকশা।

 

 

 

 

 

 

মিরপুর

 

অফহোয়াইট জমিনের শাড়িতে লাল ও বেগুনি দুই লেয়ারের পাড়। ম্যাট ফিনিশিং জরি দিয়ে বেগুনি পাড়ের নকশা করা আর লাল পাড়টি লতানো ফ্লোরাল মোটিফে। মিক্সড শেডের জরির ভরাট আঁচলেও পাড়ের আদলের নকশা। নতুনত্ব আনতে আঁচলের শেষ ভাগে টারসেল জুড়ে দেওয়া।

 

 

 

 

 

 

 

 

 

 

গিনি গোল্ড

 

রয়াল ব্লু কাতান শাড়িতে ট্র্যাডিশনাল চওড়া জরির পাড়ে তিন-চার রকম মোটিফের বুনন। জমিনজুড়ে গোলাপের নকশা। আঁচলে পেটা জড়ির ওয়েভিং নকশা, সঙ্গে টারসেল।

 

 

 

 

 

 

 

মিলেনিয়াম

 

মাল্টিকালারের মিলেনিয়াম কাতান। ফিরোজা, কমলা, নীল, গোলাপি রঙের মিশেলে জমিন। রুপালি সুতার পেটা বুনন পাড়। কুঁচি, আঁচল ও জমিনে ভিন্ন ধরনের ফুলেল ও জ্যামিতিক মোটিফের জলছাপ বুনন নকশা।

 

 

 

 

 

 

অপেরা

 

পিংক অপেরা কাতান। চওড়া পেটানো জরির পাড়ের সঙ্গে জমকালো জরির আঁচল। জমিনে ঘন ছোটবড় পান পাতা ও বুটিদার জরির নকশা।

 

 

 

 

 

 

মডেল : নাজিফা

পোশাক : টাঙ্গাইল শাড়ি কুটির

সাজ : বিন্দিয়া বিউটি স্যালন

ছবি : কাকলী প্রধান


মন্তব্য