kalerkantho


নাইকো দুর্নীতি মামলার শুনানিতে বিশেষ আদালতে খালেদা জিয়া

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৮ ১২:০৩নাইকো দুর্নীতি মামলার শুনানিতে বিশেষ আদালতে খালেদা জিয়া

ফাইল ফটো

নাইকো দুর্নীতি মামলার বিচারের শুনানির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারের বিশেষ আদালতে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে নিয়ে কারাগারের উদ্দেশে রওনা হয় একটি গাড়ি। বেলা ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি কারাগারে পৌঁছে। এ সময় গাড়ির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিল।   

কারাগার ভবনে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার বিচার অনুষ্ঠিত হবে।
 
নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কারাগারের আশপাশের সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।মন্তব্য