kalerkantho


খালেদা জিয়ার মুক্তির দাবিতে

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতীকী অনশন

দুইদিনের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৫২সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতীকী অনশন

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, কারাগারের ভেতরে আদালত বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার ও খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

একইসঙ্গে সারাদেশে আইনজীবী সমিতিতে এ কর্মসুচি পালন করেন বিএনপি আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতির কক্ষের সামনে অনুষ্ঠিত এ অনশন কর্মসূচিতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট আবেদ রাজা, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, শরীফ ইউ আহমেদ, আনিছুর রহমান খান, আইয়ুব আলী আশ্রাফী, মাসুদ রানা, আরিফা জসমিন, আয়েশা আক্তার প্রমুখ আইনজীবী।  

দুইদিনের নতুন কর্মসূচি

প্রতীকী অনশন কর্মসূচি পালন শেষে একই দাবিতে আগামী ১৬ সেপ্টেম্বর রবিবার ও ১৯ সেপ্টেম্বর বুধবার সারাদেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। মন্তব্য