kalerkantho


সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায়

বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক   

৮ আগস্ট, ২০১৮ ২৩:৫৮বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত এক সভায় এ দোয়া করার তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র হিসেবে পরিচিত সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।

সভায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। এ সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। মোনাজাতের আগে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা করা হয়। 

এদিকে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দিনভর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

এর আগে শোকের মাস হিসেবে সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাচ পরার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।মন্তব্য