kalerkantho


খালেদা জিয়ার জামিন শুনানিতে আদালতে হট্টগোল

কালের কণ্ঠ অনলাইন   

৮ মে, ২০১৮ ১৫:০৪খালেদা জিয়ার জামিন শুনানিতে আদালতে হট্টগোল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিতে আইনজীবীদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়েছে। এই হট্টগোলের মাঝেই আদালত আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবী ঘোষণা করেছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টা ৩৪ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

দুদকের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি খালেদা জিয়ার জামিন বাতিল চান। আর খালেদা জিয়ার জামিনের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেছেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, 'খালেদা জিয়া রেস্টে আছেন' এবং 'এটি সবচেয়ে ফেয়ার ট্রায়াল'।

তার বক্তব্য শেষ হওয়ার পর খালেদা জিয়ার পক্ষে বক্তব্য রাখতে শুরু করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। তিনি আদালতকে বলেন, রাষ্ট্রের আইন প্রধান আইন কর্মকর্তা হয়ে তিনি এসব বক্তব্য রাখতে পারেন না।

এ নিয়ে উভয়পক্ষের আইনজীবীরা হট্টগোল শুরু করলে এক পর্যায়ে আদালত আজকের মতো শুনানি স্থগিত করে দেন।মন্তব্য