kalerkantho


তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক   

২৭ এপ্রিল, ২০১৮ ০৩:১৮তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা

তসলিমা নাসরিন

নারীবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল 'উইমেন চ্যাপ্টার'-এ প্রকাশিত কলাম নিয়ে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনসহ চারজনের নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মো. মাহবুব আলম নামের এক ব্যক্তি রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি করেন। 

অন্য আসামিরা হলেন সুপ্রীতি ধর, সুস্মিতা শিমসি ও লীনা হক। তাঁদের মধ্যে সুপ্রীতি উইমেন চ্যাপ্টারের সম্পাদক।

সম্প্রতি তসলিমা নাসরিনের 'ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই' শীর্ষক একটি কলাম উইমেন চ্যাপ্টারে প্রকাশিত হয়। ওই কলামে লৈঙ্গিক স্পর্শকাতর বক্তব্য ও ধর্ম অবমাননা করা হয়েছে বলে মাহবুব আলম অভিযোগ করেছেন। গত ১৮ এপ্রিল সন্ধ্যায় তিনি শাহজাহানপুর থানায় মামলা করতে গেলে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরদিন তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শাহজাহানপুর থানার ওসিকে  মামলা গ্রহণের নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, মাহবুব আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শাহজাহানপুর থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক বাদীর অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।মন্তব্য