kalerkantho


বিএনপির সাখাওয়াতসহ তিন আইনজীবীর জামিন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৩৫বিএনপির সাখাওয়াতসহ তিন আইনজীবীর জামিন

নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ তিন আইনজীবীর জামিন দিয়েছেন আদালত। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বারী ভূইয়া বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। নাশকতা ও বিস্ফোরক মামলায় তাদের জামিন দেওয়া হয়। জামিনপ্রাপ্ত অন্য দুজন হলেন, অ্যাডভোকেট আনোয়ার প্রধান ও অ্যাডভোকেট মাইনুদ্দিন রেজা।


আরো পড়ুন:


আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ জামিন দেন। আদালতে তাদের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত চার্জশিট প্রদান পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এদিকে একইসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নাসিক কাউন্সিলর ইসরাফিল প্রধান ও আড়াইহাজার থানা যুবদল নেতা জুয়েলের জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।


আরো পড়ুন:


প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সিলেট সফরের সময় তার গাড়িবহরের সামনে থেকে সাখাওয়াতসহ তিন আইনজীবীকে আটক করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

 মন্তব্য