kalerkantho


মিঠুন চাকমা হত্যা : আদালতে মামলা দায়ের

কালের কণ্ঠ অনলাইন   

১০ জানুয়ারি, ২০১৮ ১০:২৫মিঠুন চাকমা হত্যা : আদালতে মামলা দায়ের

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যাকাণ্ডের সাত দিন পর প্রতিপক্ষ জেএসএস (এমএন লারমা) গ্রুপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা প্রকাশ মেজর পেলে ও সদ্য গঠিত ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমাসহ দুই প্রতিপক্ষ দলের শীর্ষ ১৭ নেতাকে আসামি করে খাগড়াছড়ির আমলি আদালতে মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মিঠুন চাকমার চাচাত ভাই অনি বিকাশ চাকমা বাদী হয়ে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে অভিযোগ দায়ের করেন।

প্রসঙ্গত, গত বুধবার সকালে জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ার বাসার সামনে থেকে ডেকে নিয়ে স্লুইচ গেইট নামক এলাকায় মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মিঠুন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সংগঠক ছিলেন। শুরু থেকে এ হত্যাকাণ্ডের জন্য নবগঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনকে দায়ী করছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ।মন্তব্য