kalerkantho


অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনে আদালতের পথে খালেদা জিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২৭ ডিসেম্বর, ২০১৭ ১১:১৮অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনে আদালতের পথে খালেদা জিয়া

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন বলে সাংবাদিকদের জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

গতকাল বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার উপস্থিতিতে এ মামলায় যু্ক্তিতর্ক শুরু হয়। প্রায় পৌনে দুই ঘণ্টা চলার পর বেলা ১টা ২০ মিনিটে এক ঘণ্টার বিরতি দেওয়া হয়। বেলা আড়াইটায় ফের শুরু হয়। পৌনে চারটার দিকে যুক্তিতর্ক মুলতবি ঘোষণা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এ ছাড়া জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য আদালতে জমা দিয়েছেন খালেদা জিয়া।মন্তব্য