kalerkantho


জামিন নিতে আদালতের পথে খালেদা জিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৭ ১১:১৪জামিন নিতে আদালতের পথে খালেদা জিয়া

দুর্নীতির মামলায় জামিন চাইতে আদালতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতির অভিযোগের এক মামলায় আজ বৃহস্পতিবার তার আদালতে হাজিরার তারিখ রয়েছে।  সকাল ১০টা ২৭ মিনিটে তিনি গুলশানের বাসা ফিরোজা থেকে বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশে রওয়ানা হন। খালেদা জিয়া পৌঁছানোর আগে থেকেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ আইনজীবীরা এজলাসে অবস্থা নেন।

খালেদা জিয়া লন্ডনে থাকা অবস্থায় ঢাকা ও কুমিল্লার নিম্ন আদালতে তার বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনমাস লন্ডনে অবস্থানের পর বুধবার (১৮ অক্টোবর) বিকেলে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন। গত ১৫ জুলাই খালেদা জিয়া যুক্তরাজ্যে যান। তিন মাসের বেশি সময় তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চোখ ও পায়ের চিকিৎসা নেন।

 মন্তব্য