kalerkantho


খুনের দায়ে তাহিরপুর থানার সাবেক ওসির ১০ বছরের কারাদণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

৩১ আগস্ট, ২০১৭ ১৫:২১খুনের দায়ে তাহিরপুর থানার সাবেক ওসির ১০ বছরের কারাদণ্ড

ছবি প্রতীকী

প্রায় ১৫ বছর আগের সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা ওয়াহিদ্দুজামান শিপলু হত্যার দায়ে তাহিরপুর থানার সাবেক ওসিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও তিন বছর কারাভোগ করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ এ রায় দেন। দণ্ডিত শরিফ উদ্দিন তাহিরপুর থানার ওই সময়ে ওসি ছিলেন। অভিযুক্ত হওয়ার পর ওসি শরিফ উদ্দিন ও উপ-পরিদর্শক রফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত অন্য ছয় জনকে খালাস দেওয়া হয়েছে, যাদের মধ্যে পাঁচ বিএনপি-ছাত্রদল নেতাকর্মী এবং একজন পুলিশ সদস্য রয়েছেন। এ রায় ঘোষণার সময় দণ্ডিত শরিফ উদ্দিনসহ সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ২০ মার্চ  তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের বাসিন্ধা ও বাদাঘাট কলেজ ছাত্রলীগ সভাপতি ওয়াহিদ্দুজামান শিপলু নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এর তিন দিন পর ২৩ মার্চ শিপলুর মা আমিরুন নেছা বাদী হয়ে সুনামগঞ্জের একটি ম্যাজিস্ট্রেট আদালতে সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি কবির রুমেন বলেন, আদালত মামলটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।মন্তব্য