kalerkantho


সুন্দরবনের ১০ কিলোমিটারের ভেতরে শিল্প-কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা

কালের কণ্ঠ অনলাইন   

২৪ আগস্ট, ২০১৭ ১৩:১৮সুন্দরবনের ১০ কিলোমিটারের ভেতরে শিল্প-কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন কোনো শিল্প-কারখানার অনুমোদন দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ১০ কিলোমিটারের মধ্যে কতগুলো শিল্প-কারখানা রয়েছে তার তালিকা আগামী ছয় মাসের মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এক রিটের শুনানি আমলে নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তিনি সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন শিল্প-কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করেন।

 মন্তব্য