kalerkantho


রায়ের সমালোচনাকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি

কালের কণ্ঠ অনলাইন   

১০ আগস্ট, ২০১৭ ১০:৪১রায়ের সমালোচনাকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনাকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে কেউ যদি গঠনমূলকের বাইরে গিয়ে সমালোচনা করে তাহলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবেন, বিচার বিভাগ সরকার বা বিরোধী দল কারো ফাঁদে পড়বেন না বলেও মন্তব্য করেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রকাশিত বিভিন্ন সমালোচনামূলক প্রতিবেদন আদালতের নজরে আনার পর তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এজলাসে বসলে কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদ তার নজরে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন। তিনি একে খুবই আদালত অবমাননাকর বলে মন্তব্য করেন। ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনও এ বক্তব্যের সপক্ষে বক্তব্য দেন।

 


মন্তব্য