kalerkantho


দায়িত্বে অবহেলায় ওয়াসা প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৭ ১৫:৪৪দায়িত্বে অবহেলায় ওয়াসা প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ

রাজধানীতে ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করতে পল্টন থানার ওসিকে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশেন বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে ওই মৃত্যুর ঘটনায় ইতিপূর্বে দায়ের করা প্রাথমিক তথ্য বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ায় পল্টন থানার এসআই মুহিবুর রহমান সুজন ও পরিদর্শক রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে সকালে আদালতের নির্দেশে হাইকোর্টে হাজিরা দেন ওয়াসার এমডি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একই সঙ্গে এই ঘটনায় লিখিত ব্যাখ্যা দাখিল করে। শুনানি নিয়ে হাইকোর্ট তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়।মন্তব্য