kalerkantho


ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ১৫:০২ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে শিশু জোনাকিকে ধর্ষণ শেষে শ্বাস রোধ করে হত্যার ঘটনায় জসিম উদ্দিন (২০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক হেলাল উদ্দিন এ রায় দেন।

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০১৩ সালের ২৬ জুলাই জেলার ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামের এমদাদুল হকের আড়াই বছরের শিশুকন্যা জোনাকিকে ধর্ষণ শেষে হত্যা করে জসিম। এর ঠিক ৩ বছর পর আদালত এ রায় দেন।

 


মন্তব্য