kalerkantho


জামিন পাননি বিএনপি নেতা মিনার

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১৫:১৭জামিন পাননি বিএনপি নেতা মিনার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় জামিন পাননি বিএনপি নেতা মিনার চৌধুরী। তার আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমদে চৌধুরীর অবকাশকালীন ডিবিশন বেঞ্চ এই আদেশ দেন। মিনার চৌধুরীর পক্ষে আইনজীবী আমিনুল হক, আবদুর রেজ্জাক খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনানলে মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল শুনানি করেন।
 
প্রসঙ্গত এর আগে মিনার চৌধুরী হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ তা বাতিল করে দেয়। পরে পুনরায় সে হাইকোর্টে জামিন চান। ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় বিলাসি সিনেমা হলের সামনে উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা কর হয়। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ৩৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

 


মন্তব্য