মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মামলার বাদীর সঙ্গে আপস করে জামিন পেলেন রাজধানীর আদাবর থানার সাবেক এসআই রতন কুমার হাওলাদার। সোমবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহউদ্দিন আহম্মেদ এই পুলিশ কর্মকর্তার জামিনের আদেশ দেন। ট্রাইব্যুনালের পেশকার ফোরকান মিয়া গণমাধ্যমকর্মীদের বলেন, বাদিনীর সঙ্গে আসামির আপস হয়ে গেছে। আসামির স্ত্রী অসুস্থ (অন্তঃসত্ত্বা) থাকায় বাদিনী জামিনে আপত্তি জানাননি।
মামলার বাদী আশা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর ব্যক্তিগত আইনজীবী আসাদুজ্জামান হেলালীও তাদের অনাপত্তির কথা জানান। আসামির আইনজীবী সাইদুর রহমান মানিক বলেন, ১০ হাজার টাকা মুচলেকায় বিচারক স্থায়ী জামিন দিয়েছেন।
গত ২০ মার্চ জামিনের আবেদন করেছিলেন রতন, যার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ ইতিমধ্যে পুলিশের নিজস্ব তদন্তে পাওয়া গেছে। তবে সেদিন তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছিলেন বিচারক।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের