kalerkantho


প্রথম বসন্তের ৩য় বষপূর্তি অনুষ্ঠান

৭ মার্চ, ২০১৮ ০০:০০প্রথম বসন্তের ৩য় বষপূর্তি অনুষ্ঠান

প্রথম বসন্তের তৃতীয় বর্ষপূর্তিতে লেখক-পাঠক সমাবেশ।

মাসিক প্রথম বসন্তের তৃতীয় বর্ষপূতি উপলক্ষে লেখক-পাঠক সমাবেশ ৩ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রথম বসন্তের সম্পাদক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক গবেষক আল্লামা এম এ মান্নান। তিনি বলেন, ‘একটি মিশনকে এগিয়ে নিতে সংবাদপত্রই প্রধান হাতিয়ার। নীতিনিষ্ঠ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সুন্দর সমৃদ্ধ সমাজ নির্মাণে পথ দেখাতে পারে।’

সমাবেশে মুখ্য আলোচক ছিলেন রাজনীতিবিদ-সংগঠক স উ ম আবদুস সামাদ। স্বাগত বক্তব্য দেন প্রথম বসন্তের প্রকাশক ব্যাংকার ফজলুল করিম তালুকদার। উদ্বোধক ছিলেন সমাজসেবী মুহাম্মদ জসিমুল আনোয়ার।

সংগঠক মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন আনসারীর সঞ্চালনায় সমাবেশে অতিথি ও আলোচক ছিলেন রাজনীতিবিদ নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা করিম উদ্দিন নূরী, জসিম উদ্দিন মাহমুদ, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মাস্টার

মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, আ ব ম খোরশিদ আলম খান, মুহাম্মদ আনোয়ার হোসেন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, সংগঠক মুহাম্মদ শফিউল আলম, এইচ এম শহীদুল্লাহ, মুহাম্মদ মিজানুর রহমান, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী প্রমুখ। বিজ্ঞপ্তি

 মন্তব্য