kalerkantho


সপ্তাহজুড়ে

পথশিশুদের জন্য স্কুল উদ্বোধন

১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০পথশিশুদের জন্য স্কুল উদ্বোধন

পথশিশুদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিরা।

গরিব, অনাথ ও পথশিশুদের বিনা মূল্যে ইসলাম ও প্রাথমিক অক্ষরজ্ঞান শিক্ষা দিতে ‘ইক্রা প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি স্কুল উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি নগরীর হালিশহর কে-ব্লক এলাকায় স্কুলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি পরিচালনা করছে আল-আমীন গ্লোবাল ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেড পরিচালক সৈয়দ নুরুল আমীন ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মাসুদ।

ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন মো. রকিব উল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হালিশহর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ বাহার চৌধুরী, নারী উদ্যোক্তা ফরিদা জামান, আলী ইমাম মিতু, ফাউন্ডেশনের লাইফ টাইম মেম্বার মো. আয়াজ উদ্দিন, মোহাম্মদ আলমগীর, ডা. আবদুল্লাহ আল নোমান প্রমুখ। বিজ্ঞপ্তিমন্তব্য