kalerkantho


সপ্তাহজুড়ে

‘মুক্তির বার্তা’ বইয়ের মোড়ক উন্মোচন

১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.) এর ওরশ উপলক্ষে প্রকাশিত মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী লিখিত ‘রিসালাতুন নাজাত বা মুক্তির বার্তা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। তিনি বলেন, ‘এই বইয়ের মাধ্যমে আল্লাহ ও রাসুল (দ.) প্রেমিকরা ইহ ও পারলৌকিক মুক্তির অনুপ্রেরণা খুঁজে পাবেন।’

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মছিউল করিম মির্জাপুরী, মোহাম্মদ এনামুল হুদা, মাওলানা সেলিম, মো. এমরান, ডা. বরুণ কুমার আচার্য বলাই, রাজর্ষি বড়ুয়া, আবু সাদাত সায়েম সুমন, সাজীদুল হাসান চৌধুরী, হুমায়ুন রশিদ ফয়সাল, সুবীর দে লিটন, কামরুল হুদা প্রমুখ। বিজ্ঞপ্তিমন্তব্য