kalerkantho


এয়াকুবদণ্ডী স্কুলে তিন যুগপূর্তি উৎসবের প্রস্তুতি

৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০এয়াকুবদণ্ডী স্কুলে তিন যুগপূর্তি উৎসবের প্রস্তুতি

এয়াকুবদণ্ডী স্কুলে তিন যুগপূর্তি উত্সবের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময়।

পটিয়া উপজেলার এয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের তিন যুগপূর্তি উদ্‌যাপন পরিষদের মতবিনিময় সভা ৩ ডিসেম্বর প্রধান শিক্ষক পার্থ সারথী সাহার সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মর্তুজা কামাল চৌধুরী। জ্যেষ্ঠ শিক্ষক এম এন হাকিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এ এস এম সাইফুল্লাহ, সুচিত্র কুমার বড়ুয়া, শিখা বড়ুয়া, নয়ুম সুলতানা, হাসান মো. আবুল কালাম, আবদুল আজিজ চৌধুরী, এস এম খালিদ, সাইফুল কাদের, প্রণব ধর, নারু গোপাল শীল, জেসমিন আক্তার, শেখ মো. আবুল খায়ের, প্রাক্তন শিক্ষার্থীদের পরে বক্তব্য দেন সাজ্জাদুল আলম, নজরুল ইসলাম চৌধুরী, আনিসুর রহমান, নিজাম উদ্দীন, আবু হানিফ মারুফ, উজ্জ্বল কুমার নাথ, শৈবাল বড়ুয়া, মিমদাদ হোসেন, মাইদুল হোসেন, আবদুল্লাহ আল নাঈম, মো. তানজির, এস এম আমজাদ হোসেন প্রমুখ।

সভায় আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯টায় উৎসবে সাবেক শিক্ষার্থীসহ সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিমন্তব্য