kalerkantho


প্রবারণা পূর্ণিমা উদ্যাপন

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০চন্দনাইশের বরমা সংঘরাজ অভয়তিষ্য বিহারে ১৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হয়। কর্মসূচিতে ছিল বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বলন, অষ্টশীল-পঞ্চশীল গ্রহণ ও ফানুস ওড়ানো।

ধর্মানুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ শ্রীমৎ সুমনরক্ষিত স্থবির। উপস্থিত ছিলেন মাস্টার কল্যাণমিত্র বড়ুয়া, সুশান্ত বড়ুয়া বাবু, ডা. প্রিয়রতন বড়ুয়া, মো. আবু জাফর, এস কফিল, আনোয়ারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তিমন্তব্য