kalerkantho


অ্যাথলেট প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০অ্যাথলেট প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কর্মসূচি গত রবিবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে। এর উদ্বোধন করেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের উদ্যোগে ওই কর্মসূচি চলছে সারা দেশে।

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার

সহ-সভাপতি সামসুল হাসান মীরন ও মোহাম্মদ ইসমাইল, অ্যাথলেট কোচ আবদুল ওহাব খান। স্বাগত বক্তব্য দেন নোয়াখালীর অ্যাথলেটিক কোচ রফিক উল্লাহ আকতার মিলন।মন্তব্য