kalerkantho


অবৈধ দখলদার উচ্ছেদে বাধা

নিজস্ব প্রতিবেদক   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০গৃহায়ন ও গণপূর্ত বিভাগের প্লট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

তামিম আল ইয়ামীন জানান, ফিরোজশাহ কলোনি এলাকায় গণপূর্ত বিভাগের তিনটি প্লট ২০টি পরিবার অবৈধভাবে দখল করে রেখেছে। সোমবার দখলদারদের উচ্ছেদ করতে গেলে তারা ভ্রাম্যমাণ আদালত লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।মন্তব্য