kalerkantho


‘ঐক্যের জন্য নাটক’

নিজস্ব প্রতিবেদক   

১০ মার্চ, ২০১৬ ০০:০০‘ঐক্যের জন্য নাটক’ স্লোগান নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে চলছে ‘অরিন্দম উৎসব ২০১৬’। গ্রুপ থিয়েটার অরিন্দম নাট্য সমপ্রদায়ের চার দশক পূর্তি উপলক্ষে ৯ দিনব্যাপী ওই উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। সংবর্ধিত অতিথি ছিলেন নাট্যজন সারা যাকের। অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

চট্টগ্রামের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির বলেন, ‘চট্টগ্রাম অনেক ক্ষেত্রে অগ্রগামী। সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রেও আমরা প্রেরণা পাই এখান থেকে।’

নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘জীবনে শুদ্ধতম বোধের চর্চা ও নিরন্তর সৃজনশীল চিন্তনের হিরন্ময় উত্তরাধিকার আমাদের মঞ্চনাটক। নাট্যশিল্প এমন এক দীপ্যমান বাস্তবতা, যা আমাদের প্রাত্যহিক জীবনকেও আলোকিত করে। সব গণতান্ত্রিক আন্দোলনে এই দেশের নাট্য ও সংস্কৃতি কর্মীদের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তাঁরা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান।’

লিয়াকত আলী লাকী বলেন, ‘গ্রুপ থিয়েটার মানে নিজস্বতা, একটা স্বকীয়তা। যেকোনো বিপরীত প্রতিকূলতায় নাট্য সংগঠনগুলোর মুহূর্তে বুক টান করে দাঁড়িয়ে যাওয়ার অভ্যাস তাদের দৃঢ়বদ্ধ সংহত ও সফল করেছে।’

উৎসবে বিশিষ্ট অভিনেত্রী ও নাট্য নির্দেশক সারা যাকেরকে সম্মাননা দেওয়া হয়। তিনি বলেন, ‘দীর্ঘ চার দশক ধরে একটি নাট্য সংগঠন টিকে থাকা ও সাবলীল পথচলা গৌরবের বিষয়। যেকোনো সংকটে নাট্যকর্মীরা এগিয়ে এসেছেন, নাটকের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছেন অপশক্তির বিরুদ্ধে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরিন্দম সভাপতি আকবর রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন অরিন্দমের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শিশির দত্ত এবং অরিন্দম সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। পরে লোকসংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার।মন্তব্য