kalerkantho

মানবিক সহায়তা

বোয়ালখালী প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৬ ০০:০০চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বোয়ালখালীর মিলিটারি সেতুর নির্মাণ কাজের সময় পুরনো গার্ডার ভেঙে নিহত শ্রমিক মো. হাশেম প্রামাণিককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে (ইউএনও) নিহত শ্রমিকের আত্মীয়স্বজন, ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের এক সমঝোতা বৈঠকে তাঁর পরিবারকে আড়াই লাখ টাকা মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

ইউএনও কাজী মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে বৈঠকে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আবদুল মান্নান মোনাফ, প্রেস ক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, সহ-ব্যবস্থাপক মো. ইমরান, জেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ শাহীন, নিহত হাশেমের পিতা আবদুল গফুর প্রামাণিক ও ছোট ভাই জসিম প্রামাণিক উপস্থিত ছিলেন। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান মানবিক সহায়তা হিসেবে হাশেমের পরিবারকে এককালীন আড়াই লাখ টাকা এবং লাশের দাফন কাফন বাবদ ৩০ হাজার টাকা নগদ দেয়। এছাড়া স্থানীয় প্রশাসন পাঁচ হাজার টাকা সহায়তা দেয়। প্রসঙ্গত, মো. হাশেম প্রামাণিকের একটি পাঁচ বছরের ছেলে রয়েছে। তাঁর বাড়ি নওগাঁ জেলা সদরের প্রামাণিক পাড়ায়।মন্তব্য