kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১০ নভেম্বর, ২০১৮ ১১:১০ | পড়া যাবে ২ মিনিটেটেকনাফে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট, তিনটি অস্ত্র ও ১৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের হ্নীলা উলুচামারী এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, নিহতের নাম জিয়াউল বশির শাহীন (৩২)। তিনি হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার সৈয়দ আহমদ প্রকাশ সৈয়দুর ছেলে। সে মাদক ব্যবসায়ী ছিলেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবি এম এস দোহা জানান, গতকাল শুক্রবার দুপুরে হ্নীলা স্টেশনের মসজিদের সামনে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে জিয়াউল বশর শাহীনকে (৩০) আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে ওই এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় একদল সন্ত্রাসী পুলিশের ওপর গুলি বর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। কিছুক্ষণ পরে সেখান থেকে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহীনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।  

তিনি বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে মাদকসহ ৭টি মামলা রয়েছে থানায়।

 

মন্তব্য