kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

মেয়র নাছির বললেন

নগরের সব আসন দলকে উপহার দিতে চাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৫ নভেম্বর, ২০১৮ ০২:৪০ | পড়া যাবে ১ মিনিটেনগরের সব আসন দলকে উপহার দিতে চাই

মেয়র আ জ ম নাছির উদ্দীন। ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম নগরের আওতাধীন সব আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। এই লক্ষ্যে নিজেদের মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি ঘুচিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

গতকাল রবিবার বিকেলে নগরের আগ্রাবাদ বাদামতলী এলাকায় মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্যে মেয়র এসব কথা বলেন। নগরের ২৩, ২৪, ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। আরো বক্তব্য দেন সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, ইফতেখার সাইমুল চৌধুরী, হাজি দোস্ত মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার প্রমুখ।

মন্তব্য