kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

‘সম্প্রীতি বাংলাদেশ’-এর সংবাদ সম্মেলন

সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দিতে পারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৪ নভেম্বর, ২০১৮ ০২:০৮সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দিতে পারে

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অশুভ সাম্প্রদায়িক শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন সম্প্রীতি বাংলাদেশ নামক সংগঠনের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিগত ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সময়ের কথা আমরা ভুলিনি। ২০১৩-১৪ সালের স্মৃতিও আমাদের জন্য সুখকর নয়। নির্বাচন সামনে রেখে কোনো অপশক্তি যেন নতুন করে অঘটন ঘটাতে না পারে, সেদিকে আমাদের তীক্ষ দৃষ্টি রাখতে হবে। ধর্ম-বর্ণ-লিঙ্গ পরিচয়ে কেউ যেন নিগ্রহের শিকার না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’

এ উপলক্ষে জনমত গড়তে আজ রবিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে সমাবেশের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক রাশেদ রউফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের সম্পাদক গৌরাঙ্গ দে, সাংস্কৃতিক সংগঠক অনুপ সাহা, আবৃত্তিশিল্পী মুহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ জুলাই ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ।মন্তব্য