kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে আসছে আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২০ অক্টোবর, ২০১৮ ০১:১২আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে আসছে আজ

আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চুর মরদেহ আজ শনিবার সকালে চট্টগ্রাম এসে পৌঁছবে। তাঁর মরদেহ প্রথমে নগরের মাদারবাড়ির নানার বাড়িতে নেওয়া হবে। সেখান থেকে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তাঁর কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাখা হাবে। 

প্রয়াত এই কিংবদন্তি শিল্পীর মরদেহের দাফন এবং সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন শুধু নিকটাত্মীয় ছাড়া আইয়ুব বাচ্চুর চট্টগ্রামের ভক্ত-অনুরাগীদের তাঁর মরদেহ দেখার জন্য নগরের মাদারবাড়ির শিল্পীর নানার বাড়িতে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন। 

মেয়র নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে প্রয়াত এই শিল্পীকে বিকেল ৩টা থেকে ৪টা  পর্যন্ত সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে বলে জানান। পরে বাদ আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাঁর লাশ নগরের চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হবে।মন্তব্য